গাজীপুর প্রতিনিধি

  ০৯ জুলাই, ২০১৯

দুর্নীতির দায়ে গাজীপুর সিটির ৯ কর্মকর্তা বরখাস্ত

৫ জনকে শোকজ

গাজীপুর সিটি কর্পোরেশনর (গাসিক) ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জন সচিবকে বরখাস্ত, ৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও ৫ জনকে কারণ দর্শানোর চিঠি দেয়া হয়েছে।

মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মেয়র মো. জাহাঙ্গীর আলম জানান, অর্থ আত্মসাৎ ও নানা অনিয়ম-দুনীতির দায়ে গাসিকের সহকারী প্রকৌশলী মো: মোজাহিদুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: নজরুল ইসলাম ও লাইসেন্স কর্মকর্তা মো: মোস্তফা কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত করা হয়েছে সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড সচিব মাহাবুব আলম, ২৪ নং ওয়ার্ড সচিব জহির আলম, ৪২নং ওয়ার্ড সচিব মো: আক্তার হোসেন, ৩২ নং ওয়ার্ড সচিব মাহবুবুর রহমান, ৩৪ নং ওয়ার্ড সচিব নাদিম হোসেন ও ৪৯ নং ওয়ার্ড সচিব মুক্তার হোসেনকে।

তিনি আরো জানান, এ ছাড়া সিটি করপোরেশনের কর নির্ধারণ কর্মকর্তা আতাউর রসুল ভূইয়া, অফিস সহায়ক সোহেল, কর আদায় সহযোগী কালাম ও কামরুজ্জামান এবং জমি জরিপ শাখার সাইফুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,গাজীপুর মেয়র,সরকারি কর্মকর্তা বরখাস্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close