রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৯

বান্দরবানের নয় মাইলে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

টানা তিনদিনের প্রবল বর্ষণের ফলে বান্দরবানের চিম্বুক সড়কের নয় মাইল এলাকায় পাহাড় ধসের কারণে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার প্রবল বর্ষণের সময় ওই এলাকায় সড়কের ওপর একটি বিশাল পাহাড় ধসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে লামা উপজেলার পৌর এলাকাসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনা এড়াতে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সচেতনতা সৃষ্টি ও নিরাপদে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা শহরের ইসলামপুর,হাফেজ ঘোনা, লাঙ্গী পাড়াসহ পৌর এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন।

সড়ক ও জনপদ কার্যালয় সূত্রে জানা গেছে, সড়ক বিভাগের লোকজন পাহাড় ধসের ঘটনাস্থলে গিয়ে রাস্তার মধ্যে পরে থাকা পাথর সরানোর কাজ করছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বান্দরবান,পাহাড় ধস,সড়ক যোগাযোগ বন্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close