শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০১৯

শ্রীমঙ্গলে বিলুপ্তপ্রায় তক্ষক পাচারকালে আটক ৫

বিলুপ্তপ্রায় বণ্যপ্রাণী তক্ষক পাচারকালে শ্রীমঙ্গল থেকে ৫ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে তক্ষকটি উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশ ব্রিফিং করে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৬ টা ২০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইন-চার্জ মো. আব্দুছ ছালিক এর নেতৃত্বে এসআই অনিক বড়ুয়া, এএসআই সাকির হোসেন ও ইমাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকার জনৈক সালাম বাবুর্চির বাসায় অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করে। এসময় তক্ষক পাচারের উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে পুলিশ শান্তিবাগ এলাকার আকবর উল্ল্যার পুত্র আব্দুস ছালাম (৫৫), হবিগঞ্জ জেলার বাহুবল থানার অলুয়া গ্রামের আব্দাল মিয়ার পুত্র মো. মোশাহিদ মিয়া (৩৫), রিচির সামসুল হকের পুত্র আলী হাসান মাসুক (৩০), হবিগঞ্জ সদর থানার আব্দাবহাই গ্রামের ইসমাইল মিয়ার পুত্র আফরোজ মিয়া (৩৫) ও শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের আরফিন মিয়ার পুত্র কাউসার মিয়া (২৪) কে আটক করে।

আটককৃতরা উদ্ধারকৃত তক্ষকের বাজার মূল্য প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে পুলিশকে জানায়। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীমঙ্গল,বিলপ্তপ্রায়,তক্ষক,পাচার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close