মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০১৯

মধুপুরে গাভী উদ্ধারে ফায়ার সার্ভিস

টাঙ্গাইলের মধুপুরে গর্তে পড়ে যাওয়া এক কৃষকের গাভী উদ্ধারে এগিয়ে এলো মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা।

জানা যায়, মধুপুর উপজেলার টেংরী গ্রামে টয়লেট তৈরি করার জন্য একটি গভীর গর্ত খনন করা হয়। শনিবার রাতে কৃষক আরিফুল ইসলামের গাভী ওই গর্তে পড়ে যায়। এতে অন্য কোনো উপায়ে গাভীটি উদ্ধার করতে না পেরে উপজেলা ফায়ার সার্ভিসে জানালে তারা দ্রুত এসে গাভীকে গর্ত থেকে উদ্ধার করতে সহযোগিতা করে।

গাভীটি উদ্ধার করায় আরিফুল ইসলাম আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন। এতে তিনি মধুপুর ফায়ার সার্ভিসকে কৃতজ্ঞতা জানান। ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ফায়ার সার্ভিসের অপর নাম ‘দি লাইফ সেভিং সোর্স’। তাই জীবন বাঁচানোর তাগিদেই ওই গাভীটিকে আমরা উদ্ধার করেছি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফায়ার সার্ভিস,মধুপুর,গাভী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close