হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ০২ জুলাই, ২০১৯

হাজীগঞ্জ পৌরসভায় ২২০ জন পেল ভাতার বই

নতুন ভাতা ভোগিদের মাঝে বই বিতরণ করেন পৌর মেয়র মাহবুব-উল-আলম লিপন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় নতুন ভাতা ভোগিদের মাঝে বই বিতরণ করেছেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম লিপন। মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০১৮-১৯ অর্থ বছরে বরাদ্দকৃত পৌর এলাকায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ২২০ জন ভাতা ভোগিদের মাঝে এই বই বিতরণ করা হয়।

বই বিতরণের আগে পৌর মেয়র লিপন সুবিধা ভোগিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি সবসময় তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আপনাদের জন্য পৌরসভা ও আমার বাসার দরজা ২৪ ঘণ্টা খোলা রয়েছে।

পৌর বস্তি উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাছান শামিম, পৌর প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি ও কাউন্সিলর আবু বকর সিদ্দিক।

এ সময় পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, রিটন চন্দ্র সাহা, এমরান হোসেন মুন্সী, আজাদ হোসেন, নুরুল ইসলাম বেপারী, সংরক্ষিত নারী কাউন্সিলর কাজলী রানী, শাহিদা বেগম ও জোহরা বেগম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা আনোয়ার হোসেনসহ পৌরসভার কর্মকর্তা, ভাতাভোগি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভাতা,হাজীগঞ্জ পৌরসভা,মাহবুব-উল-আলম লিপন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close