reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০১৯

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৫

চট্টগ্রামের পটিয়ায় চলন্ত একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে ১৫ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক স্বজনকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আগুনে দগ্ধ ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে—আবুল কালাম, আবদুল আলম, জহির, আরিফ, তৌহিদুল ইসলাম, লোকমান মিয়া, ইদ্রিস মিয়া, হেলাল, বেলাল, জাহাঙ্গীর, মামুন, আবির।

জানা গেছে, রাতে এক স্বজনকে বিদায় জানাতে শাহ আমানত বিমানবন্দরে যান তারা। ঢাকা মেট্টো-চ-১৩-৩০৬৬ একটি মাইক্রোবাস যোগে নিজ বাড়িতে ফিরছিলেন সবাই। পিটিআই-সংলগ্ন এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের ১৫ যাত্রী দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. কায়ছার জানান, মাইক্রোবাসে অগ্নিদগ্ধ ১৫ জনকে হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। এদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটিয়া,সিলিন্ডার বিস্ফোরণ,আগুনে দগ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close