হিলি প্রতিনিধি

  ২৫ জুন, ২০১৯

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে কমেছে ৩ থেকে ৪ টাকা।

গত সপ্তাহে বন্দরে ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ বিক্রি হতো ১৬ থেকে ১৭ টাকা আজ মঙ্গলবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকা দরে।

দাম কমার কারণ হিসেবে আমদানিকারকরা বলেছেন, অতিরিক্ত গরমের কারণে আমদানিকৃত পেঁয়াজ গোডাউনজাত করা যাচ্ছে না। গোডাউনে রাখলেও সেগুলো পচে যাচ্ছে আর যে কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে এসব আমদানি করা পেঁয়াজ।

হিলি কাস্টমস সূত্রে জানায়, চলতি সপ্তাহের ৩ কর্ম দিবসে হিলি স্থলবন্দর দিয়ে ৭৭ ট্রাকে ১ হাজার ৯শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পেঁয়াজের দাম,হিলি,হিলি কাস্টমস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close