গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

  ২৪ জুন, ২০১৯

সাংবাদিককে মারধরে এস আইসহ ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত

ফাইল ছবি

রংপুরের গঙ্গাচড়ায় সোমবার দুপুরে সরকারি ডিগ্রী কলেজ মোড়ে রাস্তায় গাড়ি আটকে পুলিশের ঘুষ নেয়ার ভিডিও ধারণের সময় একাত্তর টেলিভিশন এর রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধরের দায়ে গঙ্গাচড়া মডেল থানার এস আই আব্দুল করিমসহ ২ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ কর্তৃক একাত্তর টেলিভিশনের রিপোর্টার, রংপুর রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি শাহ বায়েজিদ আহমেদসহ ক্যামেরাম্যানকে মারধরের ঘটনায় রংপুরসহ গঙ্গাচড়া সাংবাদিক সমাজ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনসহ সর্বমহলে নিন্দার ঝড় বইছে।

বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মসিউর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের অপব্যবহার সহ্য করে না। বিষয়টি দুঃখজনক। এস আই আব্দুল করিমসহ ২ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে আইন অনুযায়ী তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,গঙ্গাচড়া,সাংবাদিক মারধর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close