reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০১৯

উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত ৭

মৌলভীবাজারের কুলাউড়ায় কালভার্ট ভেঙে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের তিনটি বগি খালে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে ৩৫ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

নিহত ৭ জনের মৃতদেহ কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে তাদের কারো পরিচয় প্রাথমিক অবস্থায় জানা যায়নি।

সূত্র জানিয়েছে, আহতদের বেশিরভাগ মাথায় আঘাত পেয়েছেন। কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে। আহতদের বেশিরভাগকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া কিছু আহত ব্যক্তিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ব্রিজ থেকে নিচে খালের পানিতে গিয়ে পড়ে। আরো ৩-৪টি বগি পাশের ক্ষেতের মধ্যে পড়ে।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও আইনশৃংখলা বাহিনী কাজ করে। কুলাউড়া থানার ওসি এবং উদ্ধারকারী কর্তৃপক্ষ সূত্র জানায় প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপবন এক্সপ্রেস,ট্রেন দুর্ঘটনা,কুলাউড়া,বগি লাইনচ্যুত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close