ফরিদপুর প্রতিনিধি

  ২১ জুন, ২০১৯

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

ফরিদপুর শহরতলীর ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে দুই মহিলাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশুসহ ৭ জন। নিহতদের মধ্যে ঢাকার গ্রামীণ জুয়েলার্সের মালিকও রয়েছেন।

স্থানীয় এলাকাবাসী ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গ্রামের বাড়িতে ফিরছিলেন গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার স্বজনেরা। দুপুরে শহরতলীর ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর নামক স্থানে এসে পৌঁছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার মা মহিরুন বেগম।

পরে স্থানীয়রা আহত ৮ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেবার পর মারা যায় আসলাম মোল্লার বোন আছিয়া বেগম। হাসপাতালে ভর্তি থাকা আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা প্রেরণ করা হয়েছে। শিশুসহ অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,নিয়ন্ত্রণ,মাইক্রোবাস খাদে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close