reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুন, ২০১৯

গাজীপুরে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের সালনায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে এ রুটে চলাচলকারী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। বগিটি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে উত্তরবঙ্গগামী এ রুটে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,বগি লাইনচ্যুত,রংপুর এক্সপ্রেস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close