পাবনা প্রতিনিধি

  ১৪ জুন, ২০১৯

পাবনায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ নিহত ৫

পাবনায় শুক্রবার বিকেলে পৃথক ঘটনায় বজ্রপাতে এক স্কুলছাত্রীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩ জন। পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায় ১ জন, বেড়া উপজেলায় ৩ জন ও আমিনপুর থানা এলাকায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

পুলিশ ও নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, ভাঙ্গুড়ায় বিলে মাছ শিকার করতে গিয়ে শামীম আহম্মেদ (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। সে নৌবাড়িয়া মধ্যে পাড়া গ্রামের হাড়ান সরদারের ছেলে।

বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আকবাকসোয়া চরের মাঠে বাদাম তোলার সময় বৃষ্টি হলে তারা একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, রাখসা সাফল্য পাড়া গ্রামের মৃত জিন্নাত প্রাং ছেলে মান্না (৫০), একই গ্রামের মৃত হবির ছেলে সালাম (৫০) ও মনসের মল্লিকের ছেলে এনসের(৪০)।

এছাড়া আমিনপুর থানার পুরানভারেঙ্গা ইউনিয়নের ভুরামাড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তমছের প্রাংয়ের মেয়ে নাসিমা খাতুন (১৪) মারা যায়।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বজ্রপাত,পাবনা,বজ্রপাতে নিহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close