reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জুন, ২০১৯

অ্যান্টেনা টানাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় টেলিভিশনের অ্যান্টেনা টানাতে গিয়ে বিদুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার রায়েদ ইউনিয়নের কালডাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালডাইয়া গ্রামের এমারত হোসেন (৪৬) ও তার ছেলে সেলিম হোসেন (২১)। এমারত ফলের ব্যবসা করতেন। আর সেলিম কলেজে লেখাপড়া করার পাশাপাশি একটি কারখানায় চাকরি করতেন।

রায়েদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার জন্য এমারত ও তার ছেলে একটি বাঁশের মাথায় অ্যান্টেনা বেঁধে মাটিতে পোতার চেষ্টা করছিলেন। এ সময় বাঁশটি কাত হয়ে পাশের ৪২০ ভোল্টের বিদ্যুৎ লাইনের উপর গিয়ে পড়ে। এতে বাঁশে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই বাবা-ছেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু,বাবা-ছেলে,গাজীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close