হিলি প্রতিনিধি

  ১২ জুন, ২০১৯

মোয়াজ্জেমকে ধরতে হিলি সীমান্তে সতর্কতা

সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারেন সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি।

ওসি ফিরোজ কবির জানান, ওসি মোয়াজ্জেম হোসেন যেন কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারেন এ সংক্রান্ত একটি নির্দেশনা আমাদের প্রধান দফতর থেকে পেয়েছি এবং তার পাসপোর্টের ফটোকপিও আমাদের কাছে রয়েছে। তিনি কোনোভাবেই এই পথ দিয়ে ভারতে যেতে পারবেন না। সেইসঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতরত সব ধরনের পাসপোর্ট যাত্রীর ছবি ওয়ান্টেডভুক্ত তালিকার সঙ্গে মিলিয়ে নিয়ে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পরেই আসা-যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া প্রতিদিনের সংবাদ জানান, আমাদের কাছে কোনো চিঠি আসেনি তবে আমরা সতর্ক রয়েছি যেন কোনো আসামি হিলি চেকপোস্ট দিয়ে অবৈধভাবে ভারতে যেতে না পারে। এমনকি ভারত থেকে বাংলাদেশে না আসতে পারে এজন্য আমরা সীমান্তে টহল ব্যবস্থা জোরদারের পাশাপাশি বাড়তি টহলের ব্যবস্থা করেছি। সেইসঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় চলাচলরত ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওসি মোয়াজ্জেম,হিলি সীমান্ত,সতর্কতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close