reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুন, ২০১৯

ফতুল্লায় মশার কয়েলের আগুনে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ ব্যক্তিরা হলেন—আবদুল আলীম (৬৫) তার মেয়ে শিউলি আক্তার (৪০), নাতনি যুথি (১৩) ও তানজিলা (৬)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মশার কয়েল থেকে আজ ভোরে পাগলা নয়ামাটি এলাকায় আবদুল আলীমের টিনশেড বাড়িতে আগুন লাগে। এতে আবদুল আলীম তার মেয়ে ও দুই নাতনি ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে আবদুল আলীমের শরীরের ৪৮ শতাংশ, মেয়ে শিউলি আক্তারের ৫৪ শতাংশ, নাতনি যুথির ১৮ শতাংশ ও তানজিলার শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আগুনে দগ্ধ,ঢামেক হাসপাতাল,বার্ন ইউনিট,ফতুল্লা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close