reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুন, ২০১৯

ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

ফেনী সদর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা ছিল। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তারই শার্টের পকেটে রাখা একটি কাগজের মাধ্যমে। তিনি হলেন- কুমিল্লার বাংগুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল (৩০)।

ফেনী র‌্যাব-৭ এর ক্যাম্প ইনচার্জ এএসপি জোনায়েত ছিদ্দিকী জানান, দিবাগত রাতে ফতেহপুর রেলগেট এলাকায় মাদক বিক্রেতাদের সঙ্গে র‌্যাব-৭ এর গোলাগুলি হয়। এ সময় গুলিতে দুই মাদক বিক্রেতা নিহত হন।

ঘটনাস্থলে একটি হটপট পাওয়া যায়, যার ভেতরে ১০ হাজার পিস ইয়াবা ছিল। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেনী,র‌্যাব,বন্দুকযুদ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close