reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুন, ২০১৯

২৫০ পরিবারে আজ ঈদ

বরিশালের গৌরনদী উপজেলার বাঙ্গিলা হামিউস সুন্নাহ কওমী মাদ্রাসার সাত শিক্ষক এবং ২৫০জন ছাত্রসহ ২৪৫টি পরিবার বুধবার রোজা রেখেছেন। তারা ৩০টি রোজা পূর্ণ করে বৃহস্পতিবার ঈদ পালন করবেন। তারা সবাই হামিউস সুন্নাহ কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল কাদেরের অনুসারী।

মাওলানা আব্দুল কাদের দাবি করেন, হাদিসে বর্ণিত আছে চাঁদ দেখে রোজা রাখা ও চাঁদ দেখে ঈদ করতে হবে। কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথম ঘোষণা কোরআন ও সুন্নাহ’র ভিত্তিতে সঠিক ছিল। পরবর্তীতে রাত ১১টায় চাঁদ দেখা কমিটির ঘোষণা কোরআন ও সুন্নাহ অনুযায়ী হয়নি। তাই কোরআন ও সুন্নাহ বিশ্বাস করে মাদ্রাসার সাত শিক্ষক ও ২৫০জন ছাত্রসহ আশপাশের ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড়কসবা ও চেংগুটিয়াসহ ২০টি গ্রামের ২৪৫টি পরিবারের ১ হাজার ২শ’র বেশি মানুষ মঙ্গলবার রাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন। তারা ৩০টি রোজা পূর্ণ করে আগামীকাল বৃহস্পতিবার ঈদ পালন করবেন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
২৫০ পরিবার,আজ ঈদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close