হিলি প্রতিনিধি

  ০২ জুন, ২০১৯

হিলি দিয়ে ৭ দিন আমদানি-রফতানি বন্ধ

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা সাতদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে আজ ২ জুন রোববার থেকে ৮ জুন শনিবার পর্যন্ত টানা সাতদিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন্দরের আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। সেই সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট, হিলি কাস্টমস, বন্দরসহ সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী ৯ জুন রোববার থেকে বন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবির জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের কার্যক্রম সাতদিন বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি,স্থলবন্দর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close