পটুয়াখালী প্রতিনিধি

  ৩১ মে, ২০১৯

পটুয়াখালীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস : গ্রেফতার ৪৫

পটুয়াখালীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। প্রশ্নফাঁসের অভিযোগে ৪৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রশ্ন ও বিভিন্ন ডিভাইসসহ তাদের আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়।

আটককৃতদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের দুজন উমেদারসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রশ্নপত্র এবং মোবাইল ফোনের বিভিন্ন ডিভাইস ব্যবহার করে সরবরাহ করা উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।

পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রশ্নফাঁস,শিক্ষক নিয়োগ পরীক্ষা,পটুয়াখালী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close