পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

  ২৮ মে, ২০১৯

পত্নীতলা উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসন আয়োজিত ২০১৯-২০২০ অর্থ বছরের উপজেলা পরিষদের সাধারণ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। ২০১৯-২০২০ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম। এ সময় তিনি ১ কোটি ৩৭ লাখ ২০হাজার টাকার রাজস্ব ভারসাম্য বাজেট ও ১৭ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৭শ ১০ টাকার উন্নয়ন খাতে ভারসাম্য বাজেট পেশ করেন।

বাজেট অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানাসহ বাজেট অধিবেশনে মুক্ত আলোচনায় অংশ নেন বেসরকারি সংগঠন বিএসডিও’র কর্মসূচি সমন্বয়কারী আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ। অধিবেশন শেষে উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাজেট,পত্নীতলা,২০১৯-২০২০ অর্থ বছর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close