বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২৩ মে, ২০১৯

কসবা সীমান্ত দিয়ে ফের রোহিঙ্গা প্রবেশের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে আবারো রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

বৃহস্পতিবার ভোরে কসবার ধ্বজনগর সীমান্তে শূন্যরেখায় ১০ রোহিঙ্গাকে আটকে দিয়েছে বিজিবি। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ৩১জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবির শক্ত অবস্থানের ফলে বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে সীমান্তের তাঁরকাটার ফটক বিএসএফ খুলে দিলে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক গিয়ে তাদের শূন্যরেখায় আটকে দেয়। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ,২জন মহিলা ও ৬ শিশু রয়েছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

এরইমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কোম্পানী কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বিষয়টি (বিএসএফ) এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিএসএফের সদস্যরা।

এ ঘটনায় সীমান্ত টহল জোরদার ও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির সদস্যরা। তবে শূন্যরেখায় অবস্থানরতদের সাথে কথা বলে জানা গেছে, তারা মিয়ানমারর রোহিঙ্গা সদস্য।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কসবা সীমান্ত,রোহিঙ্গা,বিজিবি,বিএসএফ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close