চাঁদপুর প্রতিনিধি

  ১৯ মে, ২০১৯

ফরিদগঞ্জের পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার রাতে কে বা কারা উপজেলার বদিউজ্জামাপুর গ্রামের করিম উদ্দিন রাড়ী বাড়ীর আবদুর মতিনের ছেলে আবদুল হান্নানের পুকুরে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরে আবাদ করা রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস ও শিং মাছসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠে।

এলাকাবাসীর ধারণা, শত্রুতার জেরে কে বা কারা রাতের আঁধারে মাছ চাষ করা আবদুল হান্নানের পুকুরে বিষ প্রয়োগ করে এ ক্ষতিসাধন করে।

পুকুরের মালিক আবদুল হান্নান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে আমাকে হুমকি দেয়। বিষ দিয়ে আমার পুকুরের মাছ মেরে ফেলবে। এখন সব মাছ মেরে ফেলেছে। আমি তাদের বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো: আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমি এসেছি, অনেক টাকার মাছ মরে ভেসে উঠেছে। এ কেমন শক্রতা! ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাছ নিধন,পুকুরে বিষ,বিষ প্রয়োগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close