চট্টগ্রাম ব্যুরো

  ১৪ মে, ২০১৯

চট্টগ্রাম বন্দরে ভেঙে পড়লো জাহাজের ক্রেন

রফতানি পণ্যভর্তি কনটেইনার তোলার সময় একটি জাহাজের ক্রেন ভেঙে পড়েছে দুইটি কনটেইনারবাহী লরির ওপর। তবে এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষতি না হলেও সামান্য আহত হয়েছেন লরির চালকেরা। ক্ষতি হয়েছে কনটেইনার ও লরির।

বন্দর সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বার্থ অপারেটর এভারেস্ট এন্টারপ্রাইজের জিসিবি-৭ জেটিতে ‘কোটা আরিফ’ নামের একটি জাহাজে রফতানি পণ্যভর্তি কনটেইনার লোড করার সময় জাহাজের দুইটি নিজস্ব ক্রেনের একটি ভেঙে পড়ে।

এ সময় রফতানি পণ্যভর্তি কনটেইনার নিয়ে অপেক্ষমাণ দুইটি লরির ওপর ক্রেনের বড় একটি অংশ পড়লে চালক আহত হন। ক্ষতিগ্রস্থ হয় কনটেইনার দুইটি।

বন্দরের একজন কর্মকর্তা জানান, ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপে ভাঙা ক্রেনটি অপসারণ করা হয়।

আমদানি পণ্যভর্তি ৫০১ টিইইউ’স কনটেইনার নিয়ে জাহাজটি ভিড়েছিল জেটিতে। এরপর সব কনটেইনার আনলোড করার পর রফতানি পণ্যভর্তি কনটেইনার তোলার একপর্যায়ে দুর্ঘটনা ঘটে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাজ,জাহাজের ক্রেন,চট্ট্রগাম বন্দর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close