মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১২ মে, ২০১৯

মাধবপুরে সোনাই নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীর দখল করে ২ কিলোমিটার জুড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

রোববার সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

মাধবপুর পৌরশহরে সোনাই নদীর দুপাড়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা ইমারতসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ভিটা গড়ে তোলে। এর ফলে দিনে দিনে সোনাই নদী সংকোচিত হয়ে খালে পরিণত হয়েছে।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা দে জানান, নদী পাড়ে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এগুলো উচ্ছেদ করে জনচলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

এছাড়া বাজারের ভেতরে সরকারি জায়গা দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে-সেগুলোও উচ্ছেদ করা হবে। উচ্ছেদের সময় পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অবৈধ স্থাপনা উচ্ছেদ,উচ্ছেদ কার্যক্রম,মাধবপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close