মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১৫ এপ্রিল, ২০১৯

সম্প্রীতি তৈরি হলে বর্ষবরণ সার্থক হবে : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, সম্প্রীতি তৈরি হলে বর্ষবরণ সার্থক হবে। ক্ষমতাসীন ও ক্ষমতাহীনদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। সম্মিলিত অঙ্গিকার বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

গতকাল রোববার কুমিল্লার মনোহরঞ্জে উপজেলা প্রশাসন ও লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

বক্তব্যে মো. তাজুল ইসলাম আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিদারুনভাবে দেশকে ভালোবাসতেন বলে নেতৃত্ব দিয়েছিলেন সোনার বাংলা গড়ার জন্য। বর্তমানে দেশের অনেক উন্নতি হয়েছে, সকল শ্রেণি-পেশার মানুষ আগের তুলনায় ভালো আছে। আমরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী।

মনোহরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার শামীম বানু শান্তির সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঠান মো. সাইদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, এলজিইডি কুমিল্লা নির্বাহী প্রকৌশলী মোঃ সোহরাব আলী, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল বারেক, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট তানজিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, মৎস অফিসার মোঃ তাওহীদ হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ খাঁন রাজু, তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল কালাম আজাদ, আবুল বাশার মজুমদার, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, চেয়ারম্যান কামাল হোসেন, আল আমিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, মোঃ জিয়াউর রহমান শাহীন জিয়া, মোঃ জানে আলম, আমির হোসেন, কামাল হোসেন, মহি উদ্দিন, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেন, রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আক্কাছ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকীসহ আরো অনেকে।

অনুষ্ঠানে মন্ত্রীকে উপজেলা প্রশাসন, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, এলজিইডি কুমিল্লা নির্বাহী প্রকৌশলী মোঃ সোহরাব আলী, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল বারেক, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এড. তানজিনা আক্তার, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা।

আরও উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের নেতা মনিরুল ইসলাম রতন, আবদুল আলিম দিদার, মোশারফ হোসেন মজুমদার, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খাঁন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এলজিআরডি মন্ত্রী,মো.তাজুল ইসলাম,লাকসাম,মনোহরগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close