reporterঅনলাইন ডেস্ক
  ১৫ এপ্রিল, ২০১৯

চট্টগ্রাম-বান্দরবানে মৃদু ভূমিকম্প

চট্টগ্রাম-বান্দরবানসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকাল ৭টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এ ভূম্পিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল সমতলের ৫৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে এ সময় অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।

এছাড়া মিয়ানমারের সীমান্তবর্তী ভারতীয় বেশ কয়েকটি এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃদু ভূমিকম্প,চট্টগ্রাম,বান্দরবান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close