reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০১৯

যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত বাস থেকে চবি ছাত্রীর লাফ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নগরের নিউমার্কেট তিন নম্বর রুটে চলাচলরত একটি বাসের হেলপারের হাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আত্মরক্ষার্থে এক পর্যায়ে হেলপারকে আঘাত করে চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে পড়েছেন বলে জানিয়েছেন ওই ছাত্রী।

বৃহস্পতিবার বিকালে নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার বিকালে ওই ছাত্রী বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অভিযোগ দায়ের করেছেন। আসামিদের ধরতে পুলিশের একটি টিম কাজ করছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে।

আভিযোগ সূত্রে জানা যায়, লাঞ্ছনার শিকার শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী। ঘটনার দিন ক্লাস শেষ বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ১নং গেইট থেকে ৩ নম্বর রুটের বাসে ওঠেন তিনি। বাসটি নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় পৌঁছালে ওই ছাত্রী ছাড়া সকল যাত্রী নেমে যায়। ওই ছাত্রী অল্প দূরত্ব পর নিউমার্কেট মোড়ে নামার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ বাসটি তার রাস্তা বদল করে স্টেশন রোডের দিকে চলতে শুরু করে। তখন মেয়েটি বাস চালককে বাস থামাতে বললে হঠাৎ বাসের হেলপার তার দিকে তেড়ে যায়। তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। সে সময় মেয়েটি আত্মরক্ষার্থে তার হাতে থাকা মোবাইল দিয়ে হেলপারকে আঘাত করেন। পরে প্রাণ রক্ষার্থে চলন্ত বাস থেকে লাফ দেন তিনি। এরপর এক রিকশা চালকের সহায়তা নিয়ে বাসায় ফেরেন।

ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার জানায়, ঘটনার সময় বাসের চালক তার সহকারীকে উৎসাহ দিচ্ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ওই মেয়ের বাবা এবং কোতোয়ালী থানার ওসির সঙ্গে আলাপ হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দোষীদের খুঁজে বের করে প্রয়োজনীয় শাস্তি দেওয়া হবে। এ বিষয়ে বিশ্বাবিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যৌন হয়রানি,চবি ছাত্রী,লাফ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close