চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ১৯ মার্চ, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচন

চকরিয়ায় সাঈদী, চুট্টু ও জেসি নির্বাচিত

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, ভাইস চেয়ারম্যান মকসুদুল হক চুট্টু নির্বাচিত হয়েছেন। ফজলুল করিম সাঈদীকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।

সোমবার রাত ১১টার দিকে উপজেলা কনফারেন্স হলে ভোট গণনা শেষে প্রার্থীদের বেসরকারী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এ সময় রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ, চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলার ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৫৫৫ জন। সেখানে পুরুষ ভোটার ১৪৮৯০৫ জন এবং মহিলা ভোটার ১৩৫৬৫০ জন। মোট ৯৯ টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ছিল ৬৩৪ টি। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ চকরিয়ার পূর্ণাঙ্গ ফলাফল-

*চেয়ারম্যান

১. আলহাজ্ব ফজলুল করিম সাঈদী (আনারস) প্রতীক নিয়ে ৫৭৭০৫ ভোট (নির্বাচিত)

২.গিয়াস উদ্দিন চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে ২৯৯৮৯ ভোট

৩.মোহাম্মদ জহির (দোয়াতকলম) প্রতীক নিয়ে ১০৮১ ভোট

৪.মোক্তার আহমেদ চৌধুরী( মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৮৯ ভোট

*মহিলা ভাইস চেয়ারম্যান

১.জেসমিন হক জেসি চৌধুরী (কলস) প্রতীক নিয়ে ৩৪২৯৪ ভোট (নির্বাচিত)

২.সাফিয়া বেগম (ফুটবল) প্রতীক নিয়ে ২৯৯০৩ ভোট

৩. জাহানারা বেগম (হাঁস) প্রতীক নিয়ে ২১৮০৭ ভোট।

*ভাইস চেয়ারম্যান

১.মকসুদুল হক চুট্টু (বই) প্রতীক নিয়ে ২৭০৯৮ ভোট (নির্বাচিত)

২. মোহাম্মদ আবু মুছা (উড়োজাহাজ) প্রতীক নিয়ে ১৯৩৩৭ ভোট

৩. বেলাল উদ্দিন শান্ত (তালা) প্রতীক নিয়ে ১৫৯০৫ ভোট

৪.ছৈয়দ আলম (চশমা)প্রতীক নিয়ে ১৪৪৫৪ ভোট

৫.সিরাজুল ইসলাম আজাদ (টিউবওয়েল) প্রতীক নিয়ে ১১১০৭ ভোট।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চকরিয়া,সাঈদী,চুট্টু,জেসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close