চট্টগ্রাম ব্যুরো

  ০১ মার্চ, ২০১৯

চট্টগ্রামে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত এলজিআরডি মন্ত্রী

চট্টগ্রামে উষ্ণ অর্ভ্যথনায় সিক্ত হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো : তাজুল ইসলাম। শুক্রবার দুপুর ১২টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মন্ত্রী তাজুল ইসলাম। তখন তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

নগরের জলাবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের উদ্দেশে তিনি চট্টগ্রামে এসেছেন।

শনিবার সকাল ১১টায় সার্কিট হাউজে নগরের জলাবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভায় যোগ দেবেন মন্ত্রী তাজুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান সভাপতিত্ব করবেন। এছাড়া ওই সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এলজিআরডি মন্ত্রী,উষ্ণ অভ্যর্থনা,চট্টগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close