ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

ধুনটে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ তারেক হেলাল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুসহ ১৩জন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল হাই খোকনের মনোনয়নপত্র দাখিলের পরিকল্পনা ছিল। ওই পরিকল্পনা অনুযায়ী সোমবার দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেত হতে থাকে। দুপুর সাড়ে ১২টায় সমাবেত নেতাকর্মীর ভিড়ে ধাক্কা লাগার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুর সাথে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ তারেক হেলাল বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে হেলালের লোকজন বনি আমিন মিন্টুকে মারধর করে। এদিকে খবর পেয়ে বনি আমিন মিন্টুর লোকজন এলাঙ্গীর নেতাকর্মীদের ওপর হামলা করে। দু’পক্ষের সংঘর্ষে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান এম.এ তারেক হেলাল, ইউপি সদস্য ডাবলু, যুবলীগ নেতা বনি আমিন মিন্টুসহ ১৩জন নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে ইউপি সদস্য ডাবলু’র অবস্থা আশঙ্কাজনক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কে উপজেলা আ. লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হয়। সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে। এ বিষয়ে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, আ.লীগ কার্যালয়ের সামনে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধুনট,দু’পক্ষের সংঘর্ষ,আ.লীগ,বগুড়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close