মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

উদ্যোক্তা ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী

‘বাংলাদেশ হবে সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশকে নিয়ে চিন্তাশীল বিশ্বে দশজন রাষ্ট্রনায়কের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। জননেত্রী শেখ হাসিনা দেশকে আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। একদিন বাংলাদেশ হবে সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র। সে লক্ষে কাজ করে চলছে শেখ হাসিনার সরকার।

শুক্রবার বিকেলে বাংলাদেশ কেন্দ্রীয় ডিজিটাল সেন্টার (উদ্যোক্তা) ফোরামের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন আজকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, অর্থনীতির উন্নয়ন অগ্রগতি জানান দিচ্ছে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল সেন্টার স্থাপন করেন। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদেরকে সঠিকভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

এছাড়াও উদ্যোক্তাদের দাবীর প্রেক্ষিতে বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা সাপেক্ষে সমাধান করার আশ্বাস প্রদান করেন।

লাকসাম উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় উদ্যোক্তা ফোরামের সহ সভাপতি মোঃ আবদুল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এড. আবু তাহের জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা প্রফেসর গোলাম মোস্তফা, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন জিয়া, আল আমিন ভূঁইয়া, কেন্দ্রীয় উদ্যোক্তা ফোরামের সভাপতি মোঃ হাশেম উদ্দিন, সহ সভাপতি মোঃ ইউসুফ আলী, খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মোঃ রনি, কুমিল্লা জেলার সভাপতি রুবেল মোল্লা, খুলনা জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, মাদারীপুর থেকে আগত মহিলা উদ্যোক্তা সাফিয়া আক্তারসহ বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওয়াহিদ উল্লাহ জয়।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,সিঙ্গাপুর,উন্নত রাষ্ট্র,মো: তাজুল ইসলাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close