reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ১২টায় ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল পৌনে ৭টার দিকে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম কবির জানান, সকাল ৬টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশনে পোঁছার পর এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, খবর পেয়ে কিছুক্ষণ আগে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন মানিকখালীতে পৌঁছে বিকল ইঞ্জিনটি সচল করার পর দুপুর ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রেন চলাচল,ঢাকা-কিশোরগঞ্জ রুট,ইঞ্জিন বিকল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close