নিউজ ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

ভেলায় ভেসে কবরে গেলো লাশ

কক্সবাজারের রামুতে এ অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগেনি

ছোট্ট একটি ব্রিজ না থাকায় কক্সবাজারের রামুর এক মৃত ব্যক্তিকে ভেলায় ভাসিয়ে এভাবেই দাফনের জন্য নেওয়া হচ্ছে। দেশ স্বাধীনের পর থেকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের সোনাইছড়ির মনিরঝিল গ্রামে যারাই মারা গেছেন, সবার মৃতদেহ এভাবেই ভেলায় করে নিতে হয়েছে।

সর্বশেষ ওই এলাকার আব্দুল বারির ছেলে মনির আহম্মদের মৃত্যুর পর ভেলায় করে মরদেহ দাফনের জন্য নেওয়ার ছবি এখন আলোচিত হচ্ছে।

কক্সবাজার জেলার রামু উপজেলার বৃহত্তর মনিরঝিলের সোনাইছড়ি গ্রাম। কবরস্থানে যেতে একটি কালভার্টের অভাব দীর্ঘদিনের। গ্রামে কোনো মানুষ মারা গেলে মৃতদেহ কবরস্থানে দাফনের জন্য কিভাবে ওই গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়-সেটা এই ছবিই প্রমাণ করে।

শুধু লাশ দাফনই নয়, স্থানীয় লোকজনের যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হয়।

অবহেলিত মনিরঝিল গ্রামটিতে স্বাধীনতার পর থেকেই কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সোনাইছড়ি খালের উপর একটি ছোট কালভার্টের অভাবে ওই এলাকাটি এখনো বিচ্ছিন্ন রয়ে গেছে।

রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, এই গ্রামে মানুষের জন্য একটি ছোট ব্রিজ বা কালভার্ট করে দিলে জনদুর্ভোগ আর হবে না।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভেলায় ভেসে,কবর,লাশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close