কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

ওবায়দুল কাদেরের মায়ের নামে একাডেমিক ভবন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি মুজিব কলেজে বসুরহাট পৌরসভার অর্থায়নে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ জানান, ২০ লাখ টাকা ব্যয়ে ফজিলাতুন্নিসা একাডেমিক ভবনের নামকরণ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মায়ের নামে।

এ সময় উপস্থিত ছিলেন—সরকারি মুজিব কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক রায়হান ফারুকী, প্রভাষক ফারুকুল ইসলাম, বসুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি রেয়াজুল হক লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, পৌর ছাত্রলীগের সভাপতি শাহ ফরহান লিংকন, পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি রাইসুল ইসলাম তপন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সহসভাপতি, নূর মোহাম্মদ রাহীম, ইসমাইল হোসেন সৌরভ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ, যুগ্মসাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একাডেমিক ভবন,কোম্পানীগঞ্জ,সরকারি মুজিব কলেজ,ফজিলাতুন্নিসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close