চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি, ২০১৯

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন চকরিয়ার এমপি জাফর

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমকে। মঙ্গলবার গুরুত্বপূর্ণ সংসদীয় এই স্থায়ী কমিটি গঠন করা হয়। বিষয়টি সংসদ সদস্য জাফর আলম নিজেই নিশ্চিত করেছেন।

প্রতিদিনের সংবাদকে এমপি জাফর আলম বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই মহান দায়িত্ব দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী ভালোবেসে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি সুচারুভাবে পালন করার যথাসাধ্য চেষ্টা করবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে এই মহান দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সেবা করে যাবো।

এছাড়া তিনি জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার, চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

জাফর আলম এই কমিটির সদস্য ও সংসদ সদস্য হিসাবে সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এদিকে চকরিয়া-পেকুয়ার এমপি জাফর আলমকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ার খবরে এলাকায় সর্বস্থরের জনতা ফেইসবুকসহ বিভিন্ন গনমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিচ্ছেন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চকরিয়ার এমপি জাফর,স্থায়ী কমিটির সদস্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close