গাজীপুর প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০১৯

গাজীপুরে কেমিক্যাল কারখানার শেডে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের করমতলা এলাকার ক্রিসেন্ট কেমিক্যাল ইন্ডাট্রিজে ইউটিলিটি শেডে মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের কর্মীরা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আক্তারুজ্জামান জানান, গ্যাসের চাপ বাড়ানোর জন্য কারখানার ইউটিলিটি শেডে বাহির থেকে সিলিন্ডারে করে গ্যাস এনে ব্যবহার করা হতো।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই সেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুরের টঙ্গী স্টেশনের দুইটি, জয়দেবপুর স্টেশনের দুইটি ও ঢাকার উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সেমিপাকা ইউটিলিটি শেড, জেনারেটর ও মালামাল পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,কেমিক্যাল কারখানা,আগুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close