মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের ২ পরিবারকে প্রশাসনের অনুদান

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মনোহরগঞ্জের খিলা এলাকায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত কলেজ ছাত্র রিয়াদ (২০) ও কৃষক সিরাজুল ইসলাম (৭০) এর পরিবারকে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল রোববার খিলা এলাকায় সড়ক দূর্ঘটনায় উপজেলা সরসপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রিয়াদ (২০) ও বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের কৃষক সিরাজুল ইসলাম (৭০) নিহত হয়। এছাড়াও আরোও ৩ জন মারাত্মক আহত হয়।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের নির্দেশনায় সোমবার উপজেলা নির্বাহী অফিসার শামীম বানু শান্তি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার পক্ষ থেকে নিহত দুইজনের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল, সরসপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল মান্নানসহ আরো অনেকে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনোহরগঞ্জ,অনুদান,সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close