রাজবাড়ী প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

২ এসএসসি পরীক্ষার্থীর দায়িত্বে ৩৩ জন!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে সোমবার শারীরিক শিক্ষা পরীক্ষা দিয়েছে ২ জন পরীক্ষার্থী। এই ২ পরীক্ষার্থীর দায়িত্বপালনের জন্য রয়েছেন মোট ৩৩ জন ব্যক্তি।

সোমবার সকালে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় অন্যদিনের মতোই ১ জন কেন্দ্র সচিব, ৫ জন সচিবের সহকারী, ১ জন হলসুপার, ট্যাগ অফিসার ১ জন, কক্ষ পরিদর্শক ১জন, অফিস সহকারী ১ জন, অফিস সহায়ক ৪ জন এবং নিরাপত্তার দায়িত্বে ২ জন পুলিশ রয়েছেন।

বহরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এর মধ্যে অতিরিক্ত ১জন পুলিশসহ ১৭ জন দায়িত্বপালন রয়েছেন। দুটি কেন্দ্রে মোট ৩৩ জন পরীক্ষার দায়িত্বপালন করছেন।

কেন্দ্র সচিব আব্দুস সালাম জানান, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলার পরীক্ষা হচ্ছে। বালিয়াকান্দি কেন্দ্রে ২জন পরীক্ষার্থী থাকলেও একজন আগে থেকেই অনুপস্থিত। বহরপুর কেন্দ্রে একজন পরীক্ষার্থী রয়েছে। যথা সময়ে অন্য দিনের মতোই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা জানান, দুটি কেন্দ্রে ২ জন পরীক্ষা দিচ্ছে। অন্য দিনের মতোই কেন্দ্রগুলোর দায়িত্বপালন করছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক নিয়মে পরীক্ষার শুরুর পর কেন্দ্রগুলো পরিদর্শন করেছি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এসএসসি,পরীক্ষার্থী,রাজবাড়ী,এসএসসি পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close