মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০১৯

লাকসামে এলজিআরডি মন্ত্রী

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি কুমিল্লার লাকসাম পৌরসভা হল রুমে শনিবার সকালে সরকারী-বেসরকারী হাসপাতা, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিক ও চিকিৎসকদের সাথে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে মত বিনিময় সভায় বলেছেন, বেসরকারী হাসপাতালগুলো প্রতিষ্ঠিত হওয়ার কারণে সেবা করে যাচ্ছেন। আপনাদের প্রতিষ্ঠানগুলোতে সেবার মান নিশ্চিত করতে হবে। রোগীদের চিকিৎসার পরীক্ষাগুলো কমাতে হবে যাতে তারা কম খরচে চিকিৎসা সেবা নিতে পারে। প্রত্যেক হাসপাতালগুলো মানসম্মত সেবা প্রদান করবেন। পরিস্কার-পরিচ্ছনতা ঈমানের অঙ্গ তাই সবাইকে গুরুত্ব দিতে হবে।

লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে ও কাউন্সিলর আবদুল আলিম দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, লাকসাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি সহ-সভাপতি ও আমেনা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ, ডাঃ নুর জাহান বেগম, কুমিল্লা ডেপুটি সিভিল সার্জেন্ট ডাঃ মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, এ.এস.পি সার্কেল মোঃ নাজমুল হাসান, লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল প্রাঃ লিঃ এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মীর মোঃ আবু বাকার ছিদ্দিক, লাকসাম মমতাময়ী হাসপাতাল প্রাঃ লিঃ এর ব্যবস্থাপক ডাঃ নাজমুল হাসান রিয়াজ, সবুজ ছাতা ক্লিনিকের ব্যবস্থাপক ডাঃ আনোয়ারুল ইসলাম মাসুম, লাকসাম মেডিকেল সেন্টার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান জুয়েল, জেনারেল হাসপাতাল প্রাঃ লিঃ এর ব্যবস্থানা পরিচালক ইঞ্জি. রুহুল আমিন প্রমুখ।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রামীন জনগোষ্ঠী,আন্তরিকভাবে,স্বস্থ্যসেবা প্রদান,এলজিআরডি মন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close