মনোহরগঞ্জ প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০১৯

লাকসাম ও মনোহরগঞ্জে মতবিনিময়

গ্রামে গ্রামে পৌঁছাবে নাগরিক সেবা : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের গ্রামে গ্রামে নাগরিক সুবিধার সেবাগুলো পৌঁছে দেওয়া হবে। এই অঙ্গীকার নিয়ে সরকারের শুভযাত্রা শুরু হয়েছে। এই বিপুল উন্নয়ন কাজের দায়িত্বের বেশির ভাগ আমার মন্ত্রণালয়ের ওপর অর্পিত। দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করার অঙ্গীকার নিয়ে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সরকারের স্বপ্ন দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া।

শুক্রবার ও বৃহস্পতিবার লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যাতে সততার সঙ্গে সে দায়িত্ব পালন করতে পারি, সে জন্য আপনারা আমাকে দোয়া করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবু তাহের, মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, অ্যাডভোকেট তানজিনা আক্তার, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, আবুল বাশার মজুমদার, চেয়ারম্যান আলমগীর হোসেন, আবদুল মন্নান, কামাল হোসেন, ইকবাল হোসেন, জিয়াউর রহমান শাহিন জিয়া, মোস্তফা কামাল, মহিন উদ্দিন চৌধুরী, আল আমিন ভূঁইয়া, আব্দুল হান্নান হিরন, মাস্টার রুহুল আমিন, সাইদুর রহমান দুলাল, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীম উদ্দিন, যুগ্ন আহবায়ক আবুল বাশার, মাসুদ আলম, জানে আলম, কামাল হোসেন, আমীর হোসেন, মহি উদ্দিন, এমএইচ নোমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী, যুগ্ন আহবায়ক বেল্লাল হোসেন, রুহুল আমিন, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন বাবলু, সহসভাপতি আলী আক্কাস, সহসভাপতি মো: আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ছিদ্দিকীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্থানীয় সরকার মন্ত্রী,গ্রামে গ্রামে,নাগরিক সেবা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close