reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০১৯

মালামাল নিয়ে মেঘনায় জাহাজডুবি

চাঁদপুরের মেঘনা নদীতে সাড়ে ৮০০ টন ফ্লাই অ্যাশ নিয়ে এমভি হাজি আবদুল জলিল নামে একটি জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার ভোরে চাঁদপুর লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে।

ভারতের হলুদিয়া বন্দর থেকে নারায়ণগঞ্জের মেঘনা হুলসিম কোম্পানির সিমেন্ট তৈরির মালামাল নিয়ে এসেছিল জাহাজটি। তলা ফেটে জাহাজটি ডুবে গেছে।

জাহাজের মাস্টার মো. আসাদ জানান, ২৩ জানুয়ারি ফ্লাই অ্যাশ নিয়ে তারা রওনা হন। রাতে চাঁদপুর লঞ্চঘাটের কাছে নোঙর করে রাখলে জাহাজের তলা ফেটে ডুবে যায়। পরে ভোর ৫টার দিকে নদী পাড়ে এনে জাহাজটি ভিড়িয়ে রাখা হয়।

তবে জাহাজে থাকা ১১ জনের মধ্যে কেউই হতাহত হয়নি। তবে সম্পূর্ণ মালামাল পানিতে নষ্ট হয়ে গেছে। বর্তমানে জাহাজটি উদ্ধারের জন্য চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদপুর,মেঘনা নদী,জাহাজডুবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close