রাকিবুল ইসলাম রাকিব

  ২৯ জানুয়ারি, ২০১৯

গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন

৩ পদের বিপরীতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ২৯ জন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (নারী) এই ৩টি পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ২৯ জন প্রার্থী প্রাথমিক আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এর আগে গত শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন প্রত্যাশায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১০ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) ৮ জন প্রার্থীসহ সর্বমোট ২৯ জন প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে জেলা আওয়ামী লীগের সাক্ষরিত তালিকা কেন্দ্রে পাঠানো হবে। সেখান পৃথক ৩টি পদের জন্য পৃথক ৩ জন প্রার্থীকে দলীয়ভাবে চূড়ান্ত মনোনানয়ন দেওয়া হবে।

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন—জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম মুহাম্মদ আজাদ, জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসন খান, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মাহমুদুল হাসান সাতাব।

ভাইস চেয়ারম্যান (পুরুষ)—পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হারুন উর রশীদ, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বোকাইনগরী, সদস্য মজিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ মো. ফারুকুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন, ডৌহাখলা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ পবিত্র, উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক হাতেম খান পাঠান, উপজেলা জয়বাংলা ফোরামের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন তালুকদার।

ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন—উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, পৌর কাউন্সিলর শিউলী চৌধুরী ও দিলুয়ারা আক্তার দিলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমিনা আক্তার, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সহসভাপতি আঙ্গুরা আক্তার, উপজেলা যুব মহিলা শ্রমিক লীগের সভাপতি তাসলিমা জাহান কলি, ডৌহাখলা ইউনিয়নয়ন যুব মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিপা হোম চৌধুরী চিত্রা, সাবেক ছাত্রলীগ নেত্রী সালমা আক্তার।

পিডিএসও/প্রতিনিধি/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপজেলা পরিষদ নির্বাচন,গৌরীপুর,আওয়ামী লীগ,মনোনয়ন প্রত্যাশী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close