হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০১৯

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

হিলি সীমান্তের আইসিপি বিজিবি ক্যাম্পে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় সীমান্তের ২৮৫/১১ পিলারের বাংলাদেশের অভ্যন্তরে দুদেশের বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের রায়গঞ্জ বিএসএফরে সেক্টর কমান্ডারের(ডিআইজি) টিজি সিমটি এর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি চেকপোস্ট জিরোপয়েন্টে আসলে ফুল দিয়ে তাদের বরণ করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন ভ’ইঁয়া (পিএসসি) নেতৃত্বে বিজিবি ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠকে বাংলাদেশ বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার সোহরাব হোসেন ভুইয়াঁ (পিএসসি) নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল ইসলাম,দিনাজপুর সদর ৪২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাইদুল জাম্মান।

ভারতের বিএসএফের হয়ে উপস্থিত ছিলেন পতিরাম ও রায়গঞ্জের সেক্টর কমান্ড (২৮,৪১,১৮৩,১৯৯) ব্যাটালিয়নের কমান্ড্যান্ট।

এ সময় বিজিবি সেক্টর কমান্ডার সাংবাদিকদের জানান, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ, সন্ত্রাস, মাদক-চোরাচালান,অস্ত্রপাচার রোধ ও সীমান্তে হত্যা বন্ধের বিষয় নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর পর্যায়ে আলোচনা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিজিবি,বিএসএফ,পতাকা বৈঠক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close