reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০১৯

জেলেদের জালে দক্ষিণ আমেরিকার ‘সাকার মাছ’

নাটোরের সিংড়া উপজেলার গুড়নই নদীতে জেলেদের জালে দক্ষিণ আমেরিকার ‘সাকার মাছ’ ধরা পড়েছে। শুক্রবার সকালে ওই নদী থেকে জেলেরা মাছটি ধরে। এরপর সিংড়া বাসস্ট্যান্ড এলাকার মাছটি বিক্রয়ের জন্য আনা হয়।

মাছটির গায়ে ছোট ছোট কাটা রয়েছে। পিঠের ওপরে ও দুই পাশে রয়েছে আরো তিনটি বড় কাটা। মুখে রয়েছে ধারাল দাঁত। এরা আগাছা, জলজ পোকামাকড় ও বিভিন্ন ধরণের ছোট মাছ খেয়ে থাকে।

স্থানীয় মাছ ব্যবসায়ী সোহেল তালুকদার তিনশ টাকায় মাছটি কিনে নদীতে অবমুক্ত করেছেন বলে জানান চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এটা ‘সাকার মাছ’। মূলত এটা দক্ষিণ আমেরিকার মাছ। দক্ষিণ আমেরিকা থেকে এই মাছ অ্যাকুরিয়ামের শোভা বর্ধনের জন্যই আনা হয়েছিল। কিন্তু এখন সেটা আর অ্যাকুরিয়ামের মধ্যে সীমাবদ্ধ নাই। একসময় এই মাছ বাংলাদেশে দেখা যেত। এখন প্রায় বিলুপ্তি ঘটেছে। আবার কিছুদিন ধরে চলনবিল ও তার আশপাশের নদীতে এই মাছের দেখা মিলছে।

পিডিএসও/হেলাল​

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর,সাকার মাছ,দক্ষিণ আমেরিকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close