আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০১৯

আদমদীঘিতে বাস উল্টে খাদে, আহত ২৫

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদূরে ওভারটেক করতে গিয়ে বগুড়াগামী একটি বাস উল্টে খাদে পড়ে নারী-পুরুষসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৪টায় মহাসড়কের আদমদীঘির বোয়ালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের বগুড়া, নওগাঁ আদমদীঘি হাসপাতালসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া-নওগাঁ মহাসড়কে নির্মাণ কাজ চলছে।বুধবার বিকের সাড়ে ৪টার সময় সান্তাহার থেকে বগুড়াগামী ঢাকা মেট্রো- জ-১১-২১৫৫ নম্বরের ভাই ভাই পরিবহন নামক যাত্রীবাহি বাসটি ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।

এতে বাসের যাত্রী নারী-পুরুষসহ অন্তত ২৫জন আহত হয়। দুর্ঘটনায় বাসের সামনে গ্লাসসহ কিছু অংশ ভেঙে গেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,আদমদীঘি,সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close