ঝিনাইদহ প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০১৯

ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ

সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ ডাউন ট্রেনটি লাইনচ্যুত

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনের অদূরে সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ ডাউন ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহি রূপসা এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গায় ও খুলনা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী যাত্রীবাহী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি যশোর স্টেশনে আটকা পড়ে। দুর্ঘটনায় পড়া ট্রেনটি উদ্ধারের পর ওই পথে রেলযোগাযোগ স্বাভাবিক হতে শনিবার সকাল পর্যন্ত সময় লেগে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, বিকাল সাড়ে চারটার দিকে ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনে প্রবেশের আগে তালশার রেলগেট অতিক্রম করার পর ইঞ্জিন ও পাওয়ার কার লাইনচ্যুত হয়। ট্রেনের ইঞ্জিনটি পুরোপুরি লাইন ছেড়ে মাটিতে নেমে পড়ে। সংবাদ পেয়ে উদ্ধারকারী ট্রেন খুলনা থেকে রওনা দিয়েছে বলে জানান তিনি।

স্টেশন মাস্টার আরও জানান, উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে সাতটা বেজে যবে। তারপর উদ্ধারকাজ শুরু করলেও শনিবার সকালের আগে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়া সম্ভব হবে না বলে ধারণা করছেন তিনি।

পিডিএসও/এসএম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইদহ,ট্রেন লাইনচ্যুত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close