reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০১৯

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোয়াখালীতে বাবা-ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

নোয়াখালী কবিরহাটে পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে টানা দেওয়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন—ফলাহারী গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন (৪৫) ও তার ছেলে করমবক্স উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ (১২)।

কবিরহাট থানার ওসি মির্জা হাসান বলেন, সালাহ উদ্দিন পুকুর ঘাটের পাশে বিদ্যুতের খুঁটির টানা তার ধরে পা ধোয়ার সময় বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে সৌরভও বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে মারা যায়।

স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের গাফিলতির কারণেই বাবা-ছেলের এভাবে মৃত্যু হলো। এ বিষয়ে পল্লী বিদ্যুতের কবিরহাট জোনের ডিজিএম গোপাল চন্দ্র শীব বলেন, এ ঘটনায় তারা তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন। তদন্তে কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোয়াখালী,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু,কবিরহাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close