reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০১৯

আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পুলিশের লাঠিচার্জ, আহত ১০

সাভারের আশুলিয়ায় সপ্তম দিনের মতো চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। মজুরি বৈষম্যের প্রতিবাদে রোববারও সড়ক অবরোধ করেছেন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। অর্ধশত পোশাক কারাখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ শ্রমিক আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার পরপরই শ্রমিকরা আবদুল্লাপুর-বাইপাইল সড়কে নেমে অবরোধ করেন। বিক্ষোভে অংশ নেন জামগড়া এলাকার বেশ কিছু কারখানার শ্রমিকরা। শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল ও জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন।

পুলিশের দাবি, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিক্ষোভ,আশুলিয়া,পোশাক শ্রমিক,লাঠিচার্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close