reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০১৯

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশা কমে গেলে এ নৌ পথে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে শনিবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট বড় ৬টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

দৌলতদিয়া প্রান্তে ৫টি ও পাটুরিয়া প্রান্তে আরও ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহন পারাপার করতে পারছে না। এতে উভয় ঘাটে ফেরি পারাপারের জন্য গাড়ির সারি তৈরি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক খোরশেদ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে।

এদিকে, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সোয়া ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দৌলতদিয়া,দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ,ফেরি চলাচল বন্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close