reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজাকে কেন্দ্র করে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার কাঁচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দির রামপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট দেখা যায়। কুমিল্লা থেকে ঢাকা যেতে ২ ঘণ্টার রাস্তায় সময় লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পর আমদানি-রফতানি পরিবহন বন্ধ থাকার পর অতিরিক্ত গাড়ির চাপ ও টানা ২ দিনে ধরে মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুতে গাড়ি আটকে থাকায় গেল মঙ্গলবার থেকে এ যানজটের সৃষ্টি হয়।

পরে বুধবার ভোরে দুই দফায় মেঘনা ও গোমতী সেতুতে অতিরিক্ত মালবোঝাই ট্রাক ও কভার্ডভ্যানের এবং যাত্রীবাহী শ্যামলী পরিবহনের গাড়ি সেতুতে আটকে পড়ার কারণে কয়েকবার যানবাহন চলাচল বন্ধ থাকে। এ কারণেই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

এদিকে, দীর্ঘ যানজটে যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। শীতের রাতে যানজটে আটকে পড়া যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যানজট,ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,মেঘনা টোল প্লাজা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close